বরিশালে পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের স্ত্রী রাজলক্ষ্মী রায়ের (৫০) মরদেহ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, পারিবারিক কলহের কারণে সকালে তিন সন্তানের জননী রাজলক্ষ্মী ঘরে বিষপান করেন।মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজলক্ষ্মী রায়কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এদিকে একইদিন সকালে আগৈলঝাড়ার রামানন্দেরআঁক গ্রামে পানিতে ডুবে বুদ্ধিমন্ত হালদারের (৫৭) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত গুরুদাস হালদারের পুত্র। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে বিষয়টি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
অপর আরেক ঘটনায় ওইদিন দুপুরে মারিয়া নামের সাত বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু মারিয়াকে মৃত বলে ঘোষণা করেছেন। মারিয়ার কোটালীপাড়া উপজেলার গচাপাড়া (চিত্রাপাড়) গ্রামের খোরশেদ মিয়ার কন্যা।