স্বরূপকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥পিরোজপুরের স্বরূপকাঠিতে ভাসমান একটি নৌকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ অক্টোবর) উপজেলার বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, সাদা কালো ও লাল স্টেপ গেঞ্জি এবং লুঙ্গি পরা ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলার পর ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।