পুলিশ সমাজের রক্ষক, ভক্ষক হওয়ার সুযোগ নেই॥ পুলিশ কমিশনার

দেশ জনপদ ডেস্ক | ২১:৩০, অক্টোবর ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, পুলিশ সমাজের রক্ষক, ভক্ষক হওয়ার সুযোগ নেই। নৈতিক দায়িত্ববোধ নিয়ে আন্তরিক হয়ে সেবা পৌঁছে দিতে হবে।’ বুধবার (৭ অক্টোবর) কাউনিয়া থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগত উপস্থিতির উদ্দেশ্যে তিনি বলেন,‘ওপেন হাউজ ডে মানুষের সংখ্যা দিয়ে নয়, মানুষের বার্তা দিয়ে গণনা করতে চাই। সেই এলাকার জনগণ সবচেয়ে নিরাপদ যেই এলাকার জনগণ পুলিশকে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করেন। এখনও হয়তো ভুক্তভোগী রয়েছে যাঁরা ওপেন হাউজ ডে সম্পর্কে অবগত নন, তাঁদের সজাগ করতে হবে। এজন্য পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে এ সম্পর্কে সবাইকে আরও বেশি অবগত করতে হবে। কারণ যাঁরা কোন না কোন ভাবে সেবা পাচ্ছেন না, সরাসরি তাঁদের বক্তব্য শুনে মোক্ষম ভাবে গুণগতসেবা পৌঁছে দিতে আমি সহ বিএমপি’র শীর্ষ কর্মকর্তাবৃন্দ এই দিনে উপস্থিত থেকে জবাবদিহিতা নিশ্চিত করে সেবা আরও বেগবান করে থাকি।’ পু্লিশ কমিশনার বলেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা ভুক্তভোগীর কথা শুনি সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই বেশি বেশি তথ্য জেনে দোরগোড়ায় নির্ভেজাল সেবা পৌঁছে দিয়ে জনগণের সাথে আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’ এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, পুলিশকে যে-কোন ঘটনা জানানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে। দ্রুততম সময়ে যে কোন সমস্যা জানাতে পারেন। পুলিশ ব্যাবস্থা নিবে না এমন সুযোগ নেই।’ উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেন, মাননীয় বিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বিরাজ করতে নিষ্ঠার সাথে নির্ভেজাল সেবা নিশ্চিত করতে ‘বিট পুলিশিং, স্কুল ভিজিটিং প্রোগ্রাম, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছাতে আমরা কাজ করছি যেন অপরাধ দানাবাঁধার আগেই অঙ্কুরে বিনষ্ট করতে সফল হই।’ সভায় বিশেষ অতিথি হিসেবে বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহবুবুর রহমান মধু বলেন, “বিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ তৃণমূল পর্যায়ে এসে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে দায়িত্বের বাহিরেও মহামারিকালে জনমানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, রাতের আধারে চুপচাপ নিজস্ব তহবিল থেকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। পুলিশের কর্মকান্ডগুলো ভালো লাগে বলেই, যত ব্যস্ত থাকি না কেন শ্রদ্ধার জায়গা থেকে চেষ্টা করি দাওয়াতের অপেক্ষায় না থেকে প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।’ এসময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিসুল করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রকৌশলী শাহেদ চৌধুরী, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিমসহ অন্যান্য অফিসারবৃন্দ ও সুশীল সমাজের সর্বস্তরের জনগণ ও নেতৃবৃন্দ।