বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান ৬ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যদের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রাণী মিত্র’র নেতৃত্বে মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ৯ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে মল্লিক স্টোরের প্রোপাইটর মোঃ শফিকুল ইসলাম, মের্সাস কুন্ড স্টোরের প্রোপাইটর শংকর কুন্ড, বাদসা স্টোরের প্রোপাইটর বাদসা হাওলাদার, মের্সাস তরুন স্টোরের প্রোপাইটর তরুন, মেসার্স কাজী স্টোরের প্রোপাইটর মামুন কাজী ও মেসার্স সত্ত স্টোরের প্রোপাইটর সত্তরঞ্জনকে মূল্যের তালিকা প্রর্দশন না করায় এবং মেয়াদ উর্ত্তীণ পণ্য বা ঔষধ বিক্রয় করায় মোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।