নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলায় দুই ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে স্কুলছাত্রীসহ ২ জন আহত হয়েছে। গতকাল বুধবার ১৫ জানুয়ারি সকাল ৯ টার দিকে বরিশাল- ভোলা আঞ্চলিক মহাসড়কের এআর খান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- জুমিনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী লাবনী আক্তার (৯), ইজিবাইক চালক মোঃ মুজাম্মেল ( ৪২)। এর মধ্যে স্কুলছাত্রী লাবনির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে লাবনী স্কুলে যাচ্ছিল। এমন সময় একটি ইজিবাইক আরেকটি ইজিবাইককে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে দুটি ইজিবাইকই উল্টে যায়। তখন ইজিবাইকের নিচে চাপা পড়ে স্কুলছাত্রী লাবনি। এতে ইজিবাইক চালক মোঃ মুজাম্মেল আহত হন। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দূর্ঘটনার পর পরই টানা দূই ঘন্টা সড়ক অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা। এবং কোমলমতী শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারপারের জন্য স্পীড ব্রেকারের দাবি জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক। তার আশ্বাসে বিক্ষুব্ধ জনতা শান্ত হয় ও যান চলাচল স্বাভাবিক হয়। তাৎখনিক সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আজম খান এসে স্পীড ব্রেকারের কাজ শূরু করার নির্দেশ দেয়।