সেরাদের তালিকা প্রকাশ করলো আইসিসি

কামরুন নাহার | ০০:৫৭, জানুয়ারি ১৬ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ বর্ষসেরার তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। গত বছরের ক্রিকেটার, আম্পায়ার ও উদীয়মান ক্রিকেটারদের তালিকা গতকাল বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। গত বছরের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। স্যার গ্যারি সোবার্স ট্রফি পেলেন এই অলরাউন্ডার। বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটার, বিশেষজ্ঞ ও ক্রিকেট সাংবাদিকদের ভোটে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তৈরি করেছে বর্ষসেরার তালিকা। বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস (ইংল্যান্ড), বর্ষসেরা টেস্ট ক্রিকেটার প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার রোহিত শর্মা (ভারত), সেরা উদীয়মান খেলোয়াড় মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া), বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার দীপক চাহার (ভারত)। সহযোগী দেশের সেরা ক্রিকেটার কাইল কোয়েটজার (স্কটল্যান্ড)। বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)। স্পিরিট অব দ্য ক্রিকেট বিরাট কোহলি (ভারত)। বর্ষসেরা টেস্ট দলের মধ্যে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল, টম ল্যাথাম, মারনাস লাবুশেন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (কিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নিল ওয়েগনার ও ন্যাথান লায়ন। বর্ষসেরা ওয়ানডে দলে রয়েছেন রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (কিপার), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।