বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত॥  

দেশ জনপদ ডেস্ক | ১৮:১০, অক্টোবর ০৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নগরীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ই) অক্টোবর সকাল ১০ টায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারি সুমতি ফেডারেশন বরিশাল জেলা কমিটির আয়োজনে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তন সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি বরিশাল জেলা শাখার আহবায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, সদস্য সচিব অধ্যাক্ষ মোঃ আমিনুর রহমান খোকন,অধ্যাপক মিজানুর রহমান, জিয়া শাহিন, সঞ্চয় কুমার খান, গৌরব কুন্ড, রেজাউল করিম প্রমুখ। এর পূর্বে শিক্ষক-কর্মচারি নেতৃবৃন্দ বরিশাল মহানগরীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রেস ক্লাবের সামনে থেকে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় করে র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বরিশাল প্রেস ক্লাব আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।