২০১৯ সালে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

কামরুন নাহার | ০০:৪২, জানুয়ারি ১৬ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ গত সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২০১৯ সালে সৌদি আরবে ১৮৪ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা গত ছয় বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। এদের মধ্যে ৮৮ জন সৌদি নাগরিক, ৯০ জন বিদেশি ছিলেন। অপর ৬ জনের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, গত বছরের ২৩ এপ্রিল এক দিনেই কার্যকর হয় ৩৭ জনের মৃত্যুদণ্ড। এদের মধ্যে ৩ জন অপরাধ সংগঠনের সময় ছিলেন শিশু। পরিসংখ্যান বলছে, মাদক পাচারের অভিযোগে ৮২ জন এবং খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।