প্রকাশ্যে উবারের উড়ন্ত গাড়ি

কামরুন নাহার | ০০:১৮, জানুয়ারি ১৬ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ মাটি ছেড়ে এবার আকাশে উড়তে চলেছে গাড়ি। আর এই উড়ন্ত গাড়িকেই যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ মনে করছেন অনেকে। কোরিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের সঙ্গে হাত মিলিয়ে ‘ফ্লাইং ট্যাক্সি’ সেবা চালু করতে উদ্যোগী হয়েছে জনপ্রিয় মার্কিন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। উবারের জন্য ‘উড়ন্ত গাড়ি’ তৈরির লক্ষ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেভাদায় লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শো–সিইএস প্রদর্শনীতে ‘এস–এ১’ নামের একটি ‘কনসেপ্ট এয়ারক্রাফট’ সামনে এনেছে হুন্দাই। নতুন এয়ার ট্যাক্সির উড়ানোর ও অবতরণের জন্য যৌথভাবে বিশেষ পরিকাঠামো তৈরির কাজ করবে উবার ও হুন্ডাই। সর্বপ্রথম এই প্রযুক্তি সামনে এনেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জানা যায়, মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে উড়তে সক্ষম এই ‘ফ্লাইং ট্যাক্সি’ ঘণ্টায় সর্বোচ্চ ২৯০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। এ ছাড়া একটানা ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে সম্পূর্ণ বৈদ্যুতিক এই ট্যাক্সি। আর মাত্র পাঁচ থেকে সাত মিনিটেই এর ব্যাটারি চার্জ করা যাবে বলে দাবি করেছে হুন্ডাই। উবার ২০২৩ সাল নাগাদ ‘ফ্লাইং ট্যাক্সি’র পূর্ণসেবা নিয়ে হাজির হওয়ার কথা বললেও ২০২৮ সালের আগে এর বাণিজ্যিকীকরণ সম্ভব নয় বলে জানিয়েছে হুন্দাই।