বাকেরগঞ্জের দুধলে মা মেয়ের উপর হামলা, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক।।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়েদের উপর হামলা করেছেন প্রতিবেশি, হামলার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিরিন আক্তার। অভিযোগ সূত্রে জানাযায় গত ২৭- সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে বড় দুধল গ্রামের আবুল হোসেন স্ত্রী শিরনী আক্তার( ৩৭) ও তাদের দুই মেয়ে কনিকা(১৯) ও সাদিয়ার উপর হামলা করেন, তাদের প্রতিবেশী একই গ্রামের শহিদ খানের ছেলে সোহেল খান (৩০) ও তার স্ত্রী রুমা বেগমসহ পরিবারের কয়েকজন। হামলায় শিরীন ও তার দুই মেয়ে গুরুতর অসুস্থ হলে তাদেরকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেন প্রতিবেশিরা। এ ঘটনায় বাদি হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিরিন আক্তার। অভিযোগের বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত সাপেক্ষে যথাতথ ব্যবস্থা নেয়া হবে।