কামরুন নাহার | ২৩:১৪, জানুয়ারি ১৫ ২০২০ মিনিট

মেঘনায় পুলিশ-দস্যু বন্দুকযুদ্ধে তিন জেলে গুলিবিদ্ধ, আটক ৪ নিজস্ব প্রতিবেদক ॥ মুক্তিপনের জন্য মেঘনা নদী থেকে জেলেদের অপহরনকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জলদস্যুদের ছোড়া গুলিতে তিন জেলে গুলিবিদ্ধ হয়েছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে চার জলদস্যুকে আটক করেছে। গতকাল বুধবার ভোরে ভোলা জেলার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। আটককৃত জলদস্যুরা হলো-লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষী গ্রামের জামাল উদ্দিনের পুত্র মোঃ শামীম (৩০), একই গ্রামের ওয়ারেছ মিয়ার পুত্র মোঃ ওসমান (২৫), চরগজারিয়া গ্রামের আব্দুর রশিদের পুত্র সোহেল (২৮) ও চরআবজাল গ্রামের আবুল কালামের পুত্র দিদার উদ্দিন (২৮)। ভোলার চরজহিরউদ্দিন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফিরোজ কবির জানান, গতকাল বুধবার ভোরে মেঘনার চরজহিরউদ্দিন এলাকায় জলদস্যুরা ট্রলারযোগে মাছ ধরারত জেলেদের অপহরনের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নদীতে অভিযান করেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুরতে শুরু করে। তাদের ছোড়া গুলিতে তিন জেলে গুলিবিদ্ধ হয়। প্রায় ঘন্টাব্যাপী গোলাগুলির পর পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় নদীর চারিদিক থেকে ইঞ্জিনচালিত কয়েকটি ট্রলার দিয়ে ঘিরে জলদস্যুবাহী একটি ট্রলার জব্দ এবং চার জলদস্যুকে আটক করে পুলিশের টিম। পাশাপাশি তাদের কাছ থেকে কিছু গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযানকালে জলদস্যুরা তাদের অগ্নেয়াস্ত্র নদীতে ফেলে দেয়। পাশাপাশি দস্যু বাহিনীদের বহন করা অপর একটি ইঞ্জিন চালিত ট্রলার পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।