গৌরনদীতে পার্চিং উৎসবে র‌্যালি

দেশ জনপদ ডেস্ক | ২২:৫০, সেপ্টেম্বর ২৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে কৃষকের আর্থিক ক্ষতি কমানো, পরিবেশ দূষণরোধ এবং বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য ‘পার্চিং’ উৎসব উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাওফিকুল ইসলাম ও নজরুল ইসলাম।