গৌরনদীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে নারী নেত্রীর খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী সুলতানা পারভীন হাফিজের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দুই দিন (গত সোম ও গতকাল মঙ্গলবার) রিকসা চালক, অসহায় মানুষ ও প্রতিবন্ধী মিলিয়ে ছয় শতাধিক মানুষের মাঝে নিজ হাতে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার সহধর্মীনি নারী নেত্রী সুলতানা পারভীন হাফিজের এ উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য পূর্বেও করোনার শুরুতে সুলতানা পারভীন হাফিজ তাদের পরিবারের এক মাসের খরচ কমিয়ে দিনমজুর ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করে দেশব্যাপী আলোচিত হয়েছিলেন।