এক রাতে গৌরনদীর দুটি দোকানে দুর্ধর্ষ চুরি
নিজস্ব প্রতিবেদক ॥ গত রোববার দিবাগত গভীর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার ও টরকী বাসস্ট্যান্ড এলাকার দুটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিম বেজহার এলাকায় পৌরসভার দক্ষিণ সীমান্ত সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে পার্শ্ববর্তী জাহাঙ্গীর চোকদারের মুদি দোকানের তালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অপর দিকে অজ্ঞাতনামা চোরেরা বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের আল আমিন এর মুদি দোকানের পেছনের টিনের চালার টিন কেটে নগদ ৩৫ হাজার টাকা ও দামি ব্র্যান্ডের সিগারেটসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী মডেল থানার এসআই মোঃ কামরুজ্জামান খান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তের চেষ্টা চলছে। চোর শনাক্ত হলে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।