আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের প্রভাত বাড়ৈর দুই বছরের মেয়ে পায়েল বাড়ৈ খেলতে গিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। বাড়ির লোকজন খোঁজা খুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.সমীরন হালদার তাকে মৃত্যু ঘোষনা করে। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।