গাছ উপড়ে পড়ে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা

দেশ জনপদ ডেস্ক | ২০:১৯, সেপ্টেম্বর ২৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর কাশিপুর সেনাপল্লী এলাকায় মহাসড়কের উপর বিশাল একটি গাছ উপড়ে পড়েছে। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল সাময়িক বিঘ্নিত হচ্ছে। তবে ফায়ার সার্ভিস এবং সড়ক বিভাগ গাছ কেটে সরিয়ে ফেলার কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকেল ৪টার দিকে নগরীর কাশিপুর সেনাপল্লী এলাকায় একটি বড় রেইনট্রি গাছ হেলে মহাসড়কের উপর পড়ে যায়। এতে মহাসড়কের ওই স্থান দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ ঘটনাস্থলে গিয়ে গাছটি মহাসড়ক থেকে অপসারণের কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে গাছটি অপসারণ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।