নলছিটিতে নারী মাদক বিক্রেতা গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ২১:৪৭, সেপ্টেম্বর ২৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ হেপী আক্তার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকার বাসায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক বিক্রেতা আনিচ সরদার, তার ছেলে শাহীন সরদার ও ছেলের স্ত্রী হেপী আক্তার ফেরিঘাট সংলগ্ন বাসায় ইয়াবা ও গাঁজা বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা ওই বাসায় অভিযান চালান। বিষয়টি টের পেয়ে মাদক সম্রাট আনিচ ও তার ছেলে শাহীন সরদার পালিয়ে যান। ঘরে তল্লাশী করে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শাহীনের স্ত্রী হেপী আক্তারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত বলে জানালে তাকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নলছিটি থানার ওসি( তদন্ত) মোঃ আ. হালিম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।