দক্ষিণাঞ্চলের ৬ জেলা ও ৪২ উপজেলার টেলিযোগাযোগ বিপর্যস্ত

কামরুন নাহার | ১৭:১৮, জানুয়ারি ১৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের ছয় জেলা ও ৪২টি উপজেলার সাথে দেশের বেশীরভাগ এলাকার টেলিযোগাযোগ গতকাল মঙ্গলবার দুপর ৩টার পূর্ববর্তি ৪৮ ঘন্টারও বেশী সময় ধরে বন্ধ রয়েছে। এমনকি বিটিসিএল-এর ইন্টারনেট পরিসেবাও বিপর্যস্ত। বিটিসিএল কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলায় এ অঞ্চলের জেলা ও উপজেলাগুলোর মধ্যে টেলিযোগাযোগও বন্ধ। গত রবিবার দুপুর থেকে বরিশাল মাইক্রোওয়েভ স্টেশনের সাথে খুলনা ট্রাঙ্ক এক্সচেঞ্জের লিংক-এর গোলযোগের কারনে পরিস্থিতির উন্নতি হচ্ছেনা বলে জানা গেলেও গত ৪৮ ঘন্টায় বরিশাল মাইক্রোওয়েভ ও কেরিয়ার বিভাগের ডিজিএম-এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে বরিশাল টেলিযোগাযোগ অঞ্চলের জিএম-এর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি বার বারই তাদের ‘চেষ্টা অব্যাহত রয়েছে’ বলে জানালেও সংকটের সমাধান হয়নি। তবে গত সোমবার রাত ১০ টার দিকে দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার টেলিযোগোযোগ আংশিক পূণর্বহাল হলেও দেশের অন্য কোথাও ডায়াল করে কথা বলতে পারছেন না দক্ষিণাঞ্চলের টেলিফোন গ্রাহকগন। এর ফলে দক্ষিণাঞ্চলের প্রায় ৪৩ হাজার ধারন ক্ষমতার টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ১৬ হাজার গ্রাহক এখন দেশের কোথাও কথা বলতে পারছেন না। এমনকি গত রবিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশাল মহানগরীর ৬ দিয়ে শুরু এক্সচেঞ্জটির টেলিফোনে অন্য এক্সেচেঞ্জ-এর গ্রাহকগন কথা বলতে পারেন নি কারিগরি ত্র“টির কারনে। এনডব্লিউডি ব্যবস্থাসহ ৬ দিয়ে শুরু এক্সচেঞ্জটির কারিগরি ত্র“টির বিষয়টিও দায়িত্বশীল প্রকৌশলীগন জানতে পারেন গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে। তবে গতকাল দিনভর বরিশাল টেলিযোগাযোগ অঞ্চলের জিএম-এর সাথে তার সেল ফোন ও অফিসের ল্যান্ড ফোনে যোগোযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তিনি সারাদিনই মিটিং-এ আছেন বলে তার একান্ত সহকারী জানিয়েছেন।