বাকেরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ২২:৩৬, সেপ্টেম্বর ২৩ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের সড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয় একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ১০ থেকে ১১ বছর বয়সি শিশুটির পরনে দামী প্যান্ট-শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটি কোথায়ও বেড়াতে এসেছিল। তার একটি স্যান্ডেল পায়ে অপরটি ডোবার পানিতে পাওয়া গেছে। যদিও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তবে, কানে কিছুটা ক্ষত রয়েছে। ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির হাতের ছাপ রাখা ও বিভিন্ন থানায় সংবাদ দেয়া হয়েছে পরিচয় জানার জন্য।