মামলার ঘটনায় জড়িত নয় এমন কেউ যেন হয়রানীর শিকার না হয়-অতিরিক্ত পুলিশ কমিশনার

দেশ জনপদ ডেস্ক | ২২:৫৫, সেপ্টেম্বর ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে নির্দেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সম্মেলন কক্ষ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। সভায় পেশাদারিত্বের সাথে নিষ্পত্তিযোগ্য মামলার যথাযথ তদন্ত দ্রুততম সময়ে করার জন্য নির্দেশ প্রদান করেন। মানবাধিকারের বিষয়ে আরও সজাগ দৃষ্টি রেখে, মামলার ঘটনায় জড়িত নয় এমন কেউ যেন হয়রানীর শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অধিক গুরুত্ব আরোপ করেন। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন (পিপিএম সেবা), উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুরুল করীম (পিপিএম বার) সহ অন্যান্য অফিসারবৃন্দ।