নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বলেছেন, পুলিশ হিসেবে আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে আমাদের কোনো প্রকার প্রলোভনে পড়ে নীতি-নৈতিকতা বিসর্জন দেয়া যাবে না। গতকাল রোববার দুপুর ১২টায় নগরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত নীতি-নৈতিকতা ও পুলিশিং শীর্ষক এক কর্মশালায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। খাইরুল আলম বলেন, একটি দেশকে উন্নত করার পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি টেকসই করা। আমাদের পুলিশ বাহিনীকে দুষ্টের দমন ও শিষ্টের পালন করে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হতে হবে। তিনি আরও বলেন, আমরা সৎ চিন্তা ও জীবনযাপনের মাধ্যমে আমাদের পেশাকে সমুন্নত রাখবো। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার দেশের জনতার পুলিশ হতে হবে। এসময় কর্মশালায় বরিশাল মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।