ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে

দেশ জনপদ ডেস্ক | ২১:৩৬, সেপ্টেম্বর ১৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে জোয়ারে ভোলায় মেঘনার পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার পাঁচ উপজেলায় ১০ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। গতকাল শনিবার বিকেলে মেঘনার পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অমাবস্যার প্রভাবে অতি জোয়ারে ভোলা সদর, মনপুরা, চর ফ্যাশন, তজুমদ্দিনে ও লালমোহন উপজেলার অন্তত ১০ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে বিস্তীর্ণ জনপদে পানি ঢুকে ফসলের ক্ষেত, রাস্তা-ঘাট, বসত-ভিটা ও পুকুরসহ বিভিন্ন স্থাপনা তলিয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন উপকূলের নিচু এলাকার মানুষজন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলার নির্বাহী প্রকৌশলী (ডিভিশন-২) হাসান মাহমুদ বাংলানিউজকে জানান, উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে অতি জোয়ারে মেঘনার পানি বেড়ে গেছে। বিকেল ৪টার পর থেকে মেঘনার পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপরে ছিল। এতে বাঁধের বাইরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।