কলাপাড়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫১, সেপ্টেম্বর ১৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥চালের পোকা দমনে ব্যবহৃত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্র নিবির চন্দ্র শীল (১৭)। শনিবার বেলা দুই টায় নিবির কলাপাড়া হাসপাতালে চিকিৎসাকালে মারা গেছে। জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের নির্মল চন্দ্র শীলের ছেলে নিবির চন্দ্র শীল কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে লেখাপড়া করত। মহিপুর ইউনিয়নের মনোহরপুরে মামা পিন্টু চন্দ্রের বাড়িতে থাকত। সেখানেই শনিবার সকালে ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে নিবির। নিবিরের মামা বাড়ির লোকজন এমন তথ্য নিশ্চিত করেছেন। শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকালে মারা যায়। কী কারণে আত্মহননের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।