বোরহানউদ্দিনে গাঁজাসহ যুবক আটক

দেশ জনপদ ডেস্ক | ২১:৩২, সেপ্টেম্বর ১৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  ভোলার বোরহানউদ্দিনে ৫০গ্রাম গাঁজাসহ মোঃ খোকন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এসআই (নিঃ) বিকাশ কর্মকার, এএসআই মোঃ হুমায়ুন আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানাধীন পৌরসভা ৪নং ওয়ার্ডস্থ আসামী মোঃ খোকনের দক্ষিন ভিটির বসত ঘরের দক্ষিন পার্শ্বের বারান্দা থেকে তাকে গ্রেফতার করেন। এসময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মোঃ খোকন বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডের নুরুল আমিন সিকদারের ছেলে। এ ব্যপারে তাঁর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম)।