গৌরনদীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে মাসিক আইন মৃঙ্খলা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা, মোঃ ফারুক হোসেন মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।