বরিশালে আত্মহত্যার প্ররোচনাকারী শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ২২:১৩, সেপ্টেম্বর ১৬ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর তৃতীয় শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান ওরফে নোহার আত্মহত্যার প্ররোচনাকারী শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে নোহার কবরের পাশে সাতলা-বাগধা সড়কে সহাস্রাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে নোহার সৎ মা ঝুমুর বেগম, বাবা সুমন মিয়া, ফুফু লিপি বেগমসহ তার আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা বজলুর রহমান মন্টু, সাবেক ইউপি সদস্য গোলাম মাওলা, আলমগীর মিয়া, এলাকাবাসীর পক্ষে আ.সাত্তার মিয়া, হাবিবুর রহমান, ছলেমান মিয়া, শামীম মিয়া, আ.লতিফ মিয়াসহ প্রমূখ। এসময় তারা তৃতীয় শ্রেণীর ছাত্রী নোহার আত্মহত্যার প্ররোচনাকারী শিক্ষক শফিকুল ইসলাম পাইকের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। উল্লেখ্য, বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে সুমন মিয়ার মেয়ে দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর তৃতীয় শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান ওরফে নোহা মাসিক পরীক্ষায় ফলাফল ভাল না করায় ওই স্কুলের শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইক শিক্ষার্থী নোহাকে ক্লাশ রুমে বেত্রাঘাত করে গালমন্দ করেন। নুশরাত জাহান নোহা এতে অভিমান করে ৯ সেপ্টেম্বর আত্মহত্যা করেন।