সীমিত আকারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুপারিশ

দেশ জনপদ ডেস্ক | ২০:০৫, সেপ্টেম্বর ১৬ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥  স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করে সীমিত আকারে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং সেলিনা ইসলাম বৈঠকে অংশ নেন। বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ও সম্পাদিত কার্যক্রমের ওপর আলোচনা করা হয়। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বাংলা একাডেমি বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ১০০টি গ্রন্থ প্রণয়ন ও প্রকাশের কর্মপরিকল্পনা নিয়েছে বলে জানানো হয়। এছাড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতার ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে সারাদেশে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। পুতুলনাট্য শিল্পের গৌরবময় অর্জনে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের সকল পুতুলনাট্য দলের ও শিল্পীদের উন্নয়নকল্পে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বেসরকারি গ্রন্থাগারসমূহের রক্ষণাবেক্ষণ খাতে অনুদান বৃদ্ধিপূর্বক লাইব্রেরি পরিচালনায় আগ্রহী ছাত্র-ছাত্রীদের নিয়োজিত করে তাদের বার্ষিক বিশেষ সম্মানী প্রদানের বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণের কার্যক্রম মন্ত্রণালয়ে চলমান রয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করে সীমিত আকারে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাসহ প্রত্নতত্ত্ব স্থলসমূহ পরিদর্শনের জন্য ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আর্কাইভ ও গ্রন্থাগার, বাংলাদেশ জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগার অধিদপ্তর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।