লালমোহন থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।।
ভোলা জেলার লালমোহন থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদের সাথে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এক বক্তব্যে নবাগত ওসি মুরাদ বলেন, লালমোহন থানাকে ডিজিটাল সেবার আওতায় আনা হবে। যেনো সাধারণ মানুষকে হয়রানী হতে না হয়। যেকোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে পুলিশ ও সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এছাড়াও উপজেলা থেকে কিশোর গ্যাং নির্মূল করা হবে। কোনো স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রাতে কোথায়ও আড্ডা দিলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ওসি আরও বলেন, বাল্য বিবাহ বন্ধে থাকবে জিরো টলারেন্স। জুয়াড়ীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে থাকবে পুলিশ। মাদক ব্যবসায়ী ও সেবীদের সাথে কোনো সখ্যতা নয়। এর আগে মাকসুদ মুরাদ বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল জেলা পুলিশে দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন।