রিপোর্ট দেশ জনপদ ॥ পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধের জের ধরে মিন্টু মৃধা (৪০) নামের এক ব্যক্তির একটি চোখ তুলে দিয়েছে প্রতিপক্ষ। এ ছাড়াও তার ডান চোয়াল, ডান হাত ও ডান পা কুপিয়ে গুরুত্বর জখম করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শক্রবার দুপুরে মদনপুরা ইউনিয়েন দ্বিপাশা গ্রামের উচা পুলের কাছের বাজারে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিব সূত্রে জানা গেছে, বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের মিন্টু মৃধার সাথে দ্বিপাশা গ্রামের মৃত্যু ফজলে করিম মাতুব্বরের ছেলে প্রতিপক্ষ মিজানুর রহমান মাতুব্বর সাথে মিন্টুর ঘেরের মাছ লুট করে নেয়ার ঘটনা নিয়ে মামলা পাল্টা মামলা চলে আসছিল। মিজানুরের দেয়া একটি মামলায় সম্প্রতি মিন্টু মৃধা জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে মিন্টু মৃধা দ্বিপাশা উচা পুল বাজারের লিটন মোল্লার দোকানে চা পান করছিল। এসময় দ্বিপাশা গ্রামের মৃত্যু ফজলে করিম মাতুব্বরের ছেলে মোঃ মিজানুর মাতুব্বর (৪০) তার ভাই সোহেল মাতুব্বর (৩৭) ও একই গ্রামের মৃত্যু সুলতান মৃধার ছেলে (মিজানুরের শালা) শাহিন মৃধা (২৮) এবং মিজানুরের ভগ্নিপতি কনকদিয়া গ্রামের মেহের আলী’র নেতৃত্বে ৪-৫ জন ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে।একপর্যায় সন্ত্রাসীরা মিন্টু মৃধার বাম চোখ খুঁচিয়ে তুলে ফেলে। ডান চোখটিও নষ্ট করার চেষ্টা করে। ধারালো অস্ত্রের আঘাতে মিন্টু মৃধার ডান চোয়াল মারাক্তক জখম হয়। এ ছাড়াও তার ডান পা ও ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, ‘মিন্টু মৃধার বাম চোখটি খুচে তুলে ফেলা হয়েছে। এ ছাড়া তার অন্যান্য জখমও গুরুতর। তার অবস্থা শংকটাপন্ন অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে জানান।’