আগৈলঝাড়ায় সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন গ্রেফতার

কামরুন নাহার | ১৫:০৭, জানুয়ারি ১৪ ২০২০ মিনিট

26
আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে রাজিহার ইউনিয়নের সাবেক মেম্বর মহিউদ্দিন তালুকদারকে গ্রেফতার করেছে। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ তালুকদারের ছেলে ও ওই ইউনিয়নের সাবেক মেম্বর টিএম মহিউদ্দিন তালুকদারকে এএসআই মাকসুদুর রহমান গ্রেফতার করেছে। সোমবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতারকৃত মহিউদ্দিন একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত মহিউদ্দিনকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।