বরিশালে মাকে মেরে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে গেল বখাটেরা!
রিপোর্ট দেশ জনপদ ॥ মায়ের সাথে এনজিওর কিস্তি পরিশোধ করতে যাওয়ার পথে সপ্তম শ্রেনী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের বইয়ার ভাঙ্গা নামক এলাকায়। লিখিত অভিযোগ সূত্রে ও ভুক্তভোগি ছাত্রীর মা মমতাজ বেগম জানান, বৃহস্পতিবার সকালে মেয়েকে নিয়ে কিস্তির টাকা পরিশোধ করতে যাওয়ার সময় পথরোধ করে দাড়ায় একই এলাকার জালাল হাওলাদারের বখাটে পুত্র বরকত হাওলাদার ও শাকিল হাওলাদার। এসময় পথরোধকারীরা তাকে (মমতাজ) লাথি মেরে তার সপ্তম শ্রেনী পড়ুয়া মেয়েকে নসিমনে করে উঠিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, এঘটনায় আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ওই ছাত্রীর মা মমতাজ বেগম চারজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ছাত্রীটিকে উদ্ধারসহ আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।