উজিরপুরে র‌্যাব আসছে, খবর পেয়েই ইয়াবা ফেলে পালালো মাদক বিক্রেতা

দেশ জনপদ ডেস্ক | ২১:০৬, সেপ্টেম্বর ১০ ২০২০ মিনিট

উজিরপুর প্রতিনিধি ॥বরিশালের উজিরপুরের সাতলা গ্রামে র‌্যাব প্রবেশের খবরে ইয়াবা ও নগদ টাকা ফেলে পালিয়ে গেছে এক মাদক বিক্রেতা। আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ওই গ্রামে মাদক ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাস ওরফে মহিমের বাসার কাছাকাছি আসার খবরে সে পালিয়ে যায়। পরে তার বাসা থেকে র‌্যাব সদস্যরা বিপুল সংখ্যক ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে। মহিউদ্দিন বিশ্বাস ওরফে মহিম ওই গ্রামের মৃত মন্নান বিশ্বাসের ছেলে। র‌্যাব রাতে এক ইমেল বিজ্ঞপ্তিতে এই উদ্ধার অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাস ওরফে মহিমের বাসায় মাদক মজুত আছে এমন খবরে পেয়ে সেখানে হানা দেওয়ার প্রস্তুতি নেয় তাদের একটি টিম। কিন্তু তাদের সদস্যরা বাসায় পৌছানোর আগেই ইয়াবা ও নগদ টাকা ফেলে পালিয়ে যায়। পরে র‌্যাব সেখান থেকে ১ হাজার ৯৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৯০ হাজার ৯৩০ টাকা উদ্ধার করে। বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, পলাতক মহিউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে মাদক সংক্রান্তে ২ টি মামলা চলমান আছে। স্থানীয় অপর একটি সূত্র জানায়, মাদক ছাড়াও সে এলাকায় নানান অপকর্মের সাথে জড়িত।