উজিরপুরে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৩, সেপ্টেম্বর ০৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে উজিরপুরের ধামুরা বাজার এবং ঈদগাহ বাজারে মুদি দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ১০ টি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩৩,৫০০/- (তেত্রিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।অভিযান চলাকালে চাল, ডাল, আটা, পিঁয়াজ,রসুন,আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন উপ পরিদর্শক জনাব আসাদুজ্জামানসহ উজিরপুর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।