বাউফলে আওয়ামী গডফাদার সাবেক এমপি ফিরোজই ছিলেন শেষ কথা!
শুধু বিরোধী দল নয়, নিজ দলের বিরুদ্ধবাদী নেতা-কর্মীদের অনেককে এলাকাছাড়া করেছেন। বিপক্ষে কথা বললেই চলত হামলা ও মামলা। দলীয় মনোনয়ন, পদপদবি—সবই নিয়ন্ত্রণ করতেন তিনি। এলাকার রাজনীতিতে তিনিই ছিলেন শেষ কথা।...