বরিশাল সদর
পুলিশী সেবা দিয়েই জনগণকে খুশি করতে হবে-পুলিশ কমিশনার
অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত উপ-কমিশনার রেজাউল করিম, সহকারী কমিশনার মো. রাসেল, আ. হালিম ও সাহেদ রাজিব, মেট্রোপলিটনের কোতয়ালী থানার ওসি মো. নুরুল ইসলাম, কাউনিয়া থানার ওসি আজিম-উল করিম, বিমান বন্দর থানার ওসি জাহিদ-বিন আলম ও বন্দর থানার ওসি মো. আনোয়ার তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬টি ইউনিট ছিল। মঙ্গলবার থেকে ৬টি ইউনিটের সাথে সাপ্লাই এবং লজিস্টিক সাপোর্ট নামে আরো নতুন দুটি ইউনিট চালু হয়েছে। ২০১৬ সালে মেট্রোপলিটন পুলিশে ৭৮টি যানবাহন লজিস্টিক সাপোর্ট ছিল। এতে কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হতো। গত ৫ বছরে আরও ৬৪টি গাড়ি এই বহরে যুক্ত করে বর্তমানে যানবাহনের সংখ্যা ১৪২টি। আগামী দিনে আরও লজিস্টিক সাপোর্টের মাধ্যমে মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার কথা বলেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।