বরিশাল
নিয়ন্ত্রণে এসেছে শেবামেকের ছাত্রাবাসের আগুন
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) মঈনুল হায়দার ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টার দিকে এই ছাত্রাবাসের দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন। তিনি জানান, ছাত্রাবাসের ওই অংশে বিদেশি ছাত্ররা থাকেন। তারা গ্যাস সিলিণ্ডার ব্যবহার করে রান্নার কাজ করতেন। যে সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে চারটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুন নিভিয়ে ফেলা হয় ।