বিনোদন
আজ সাফান আবদুল্লাহ’র শুভ জন্মদিন
নিজস্ব প্রতিবেদক ॥ তুমি সাফান আবদুল্লাহ। আমাদের ভুবন আলোকিত করে গতবছর এই দিনেই জন্মেছিলে সুন্দর ধরার বুকে। সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার। পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর ধরে। সূর্যের মতো তেজি হও, ফুলের মতো নরম যেখানেই যাও ভালোবাসা পাও এই আশীর্বাদই করি। তুমি সাফান, আমাদের স্বপ্নের ফুলের বাগানের সৌরভ। এ সৌরভে সুভাষিত করো সকল মানুষের মন।
জন্মদিনের অফুরন্ত ভালবাসায়
বাবা শামীম রেজা ও মা নুসরাত জাহান