ঝালকাঠি
ঝালকাঠিতে করোনা লাশ দাফনে একমাত্র ভরসা কোয়ান্টাম ফাউন্ডেশন
মাহাবুব আলম সৈকত ঝালকাঠি : রাত তখন (১:৩০মিনিট), করোনা আতঙ্ক মাথায় নিয়ে যখন ঝালকাঠিবাসী ঘুমিয়ে ছিল, ঠিক তখনি হঠাৎ ফোন এলো, ঝালকাঠির বাকলাই বাড়ির সবির আলী (৪৮) নামের এক ব্যক্তি রাত ১২:০০ টায় ঢাকা বেটার লাইফ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেন। সকাল নাগাদ তারা ঝালকাঠিতে এসে পৌঁছাবেন। খবর আসার সাথে সাথে কোয়ান্টাম ফাউন্ডেশনের ঝালকাঠি শাখার টিম লিডার ভলানটিয়ারদের কাছে বার্তা পাঠিয়ে দেন। সোমবার সকাল বেলা নির্ধারিত সময়ের আগেই তারা নিজস্ব বাইক নিয়ে পৌঁছে যান ফাউন্ডেশনে। দাফন উপকরন নিয়ে টিম সেবক পারভেজ খানের নেত্রীতে¦ তারা যাত্রা শুরু করেন সবির আলীর (৪৮) বাড়ির উদ্দেশ্যে। নিজেদের আত্মার আত্বীয় মনে করে গভীর মমতায় জানাজা ও দাফনকার্য শেষ করেন ( ১১:৩০ মিনিটে )। টিম লিডার পারভেজ খান এমন ভাবেই বর্ননা করেন আমাদের কাছে। এ যেন তাদের প্রতিদিনের রুটিন । ঝালকাঠি, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ার প্রতন্ত অঞ্চলে পৌঁছে যান করোনায় মৃত লাশ নিয়ে। কখনো দিনের আলোয়ে, কখনো বা দাফন করতে না দেয়ার ভয়ে রাতের শেষ প্রহরে ছুটে চলেন দাফনকার্য সম্পন্ন করার উদ্দেশ্যে। করোনার শুরু থেকে নীরবে তাদের এই পথচলা ঝালকাঠির নতুন প্রজন্মকে নতুন করে ভাবতে শিখাবে বলে আমাদের বিশ্বাস।