পিরোজপুর
কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক।। পিরোজপুরের মঠবাড়িয়ায় রহিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আগুনে ওই গৃহবধূ শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়ে সে মৃত্যুর সঙ্গে লড়ছেন।বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ঘোষের টিকিকাটা গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। আহত গৃহবধূ ঘোষের টিকিকাটা গ্রামের মো. ইমাম হোসেনের স্ত্রী। এ ঘটনার পর স্বামী গা ঢাকা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ ওই গৃহবধূ রাত ৮টার দিকে ক্ষোভে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাতে তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে গৃহবধূর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।