বরিশাল সদর
বরিশালে করোনায় কেড়ে নিল মুক্তিযোদ্ধার প্রাণ
নিজস্ব প্রতিবেদক।।প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিয়েছে বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বজলুল রহমান (৭০) এর প্রাণ। বুধবার ১০ জুন বিকাল সাড়ে ৪টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা বজলুল রহমান মহানগরীর কাউনিয়া থানাধীন নিউ ভাটিখানা’র বাসিন্দা মৃত আসমত আলী খানের ছেলে। তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া গ্রামে। তথ্য নিশ্চিত করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান জানান, করোনার উপসর্গ নিয়ে গত ৯ জুন রাত সাড়ে ৪টায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় মুক্তিযোদ্ধা বজলুল রহমানকে। তার প্রচন্ড স্বাশকষ্টের কারণে তাকে করোনা ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সাড়ে ৪টায় মৃত্যু হয় তার।