পটুয়াখালী
শেবাচিমে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (০৯ জুন) দুপুর ২০টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর নাম শামসুন্নাহার (৭০)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী। হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালের করোনা ওয়ার্ড সূত্রে জানাগেছে, ‘গত ৬ জুন সকাল ১১টা ৫৫ মিনিটে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় শামসুন্নাহারকে। সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হন তিনি। এ কারণে তাকে করোনা ওয়ার্ডে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।