বরিশাল
বরিশালে জানালার গ্রিল কেটে মাস্টার বাড়িতে চুরি
নিজেস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের শাহ আলম মাস্টারের বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।
শাহ আলম মাস্টারের স্ত্রী মাহমুদা বলেন, ব্যাবসা করার সুবাদে আমার ছেলে ও পূত্রবধূ বরিশাল শহরে থাকে আমি গ্রামের বাড়িতে থাকি। ছেলের বাসায় বেড়াতে যাওয়ার পরদিন আজ মঙ্গলবার দুপুরে আমার ভাসুরের মেয়ে ফোন করে জানান বাড়ির পিছনের জানালার লোহার গ্রিল কেটে চোর বাড়িতে ডুকেছে। পরবর্তীতে এসে দেখি চোর বাড়িতে ডুকে ৩টি ফ্যান, তিন ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইন, ৭ ভরি ওজনের ৩ জোরা রুলি, ১২ ভরি ওজনের ২টি গলার হাড়, আড়াই ভরি ওজনের ৩ জোড়া ঝুমকা ও নগদ ৫০-৬০ হাজার টাকা এবং জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।
শাহ আলম মাস্টারের ছেলে জাকারিয়া বলেন, মা আমার বাসায় বেড়াতে আসার পরদিনই কে বা কারা জানালার গ্রিল কেটে ঘরে ডুকে মালামাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে বাড়িতে এসে দেখি স্বর্ণ, নগদ টাকা ও জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন- চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



