বরিশাল
শায়েস্তাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত এগারোটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখায় বাজারের একাধিক দোকান ভস্মীভূত হয়।
এদিকে সোমবার (২৬ জানুয়ারি) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য সরকারি সহায়তা অত্যন্ত জরুরি। এসময় শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদসহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিন বিকেলে তিনি বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগ করেন।



