বরিশাল
তারেক রহমানের বরিশাল সফর নিয়ে অনিশ্চয়তা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। একাধিকবার সময়সূচি পরিবর্তনের পর আপাতত স্থগিত করা হয়েছে তার নির্বাচনি জনসভা ও সফর কর্মসূচি।
দলীয় সূত্র জানায়, আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) বরিশালে তারেক রহমানের আগমনের কথা থাকলেও শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সেই তারিখও বাতিল করা হয়। ফলে কবে নাগাদ তিনি বরিশাল সফরে যাচ্ছেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে, ২৬ জানুয়ারি (সোমবার) সফরের দিন নির্ধারিত থাকলে সেটিও পরিবর্তন করা হয়েছিল। তবে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে বরিশাল বিভাগীয় প্রস্তুতি সভা সেরে ফেলেছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তারেক রহমানের বরিশাল সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
তিনি জানান, শুরুতে ২৬ জানুয়ারি সফরের পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে সফরের মাত্র দুদিন আগে সেই কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
বিলকিস আক্তার আরও বলেন, তারেক রহমানের বিমানযোগে বরিশালে পৌঁছানোর কথা ছিল এবং বিকল্প পথে বরিশাল ত্যাগের বিষয়েও আলোচনা হয়েছিল। তবে সামগ্রিক শিডিউল সমন্বয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সফরটি পেছাতে হয়েছে। যদিও সফর বাতিল হয়নি, নতুন তারিখ পরে কেন্দ্রীয়ভাবে জানানো হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘ দুই দশক পর এবার দলটির চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরের কথা থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
বরিশাল অঞ্চলের বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর বাস্তবায়িত হলে স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ দলীয় চেয়ারম্যানের অপেক্ষায় প্রহর গুনছে। তিনি বরিশালে আসলে নেতাকর্মীরা আরও কয়েকগুণ চাঙা হবেন।
দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমানের পথ চেয়ে বরিশালবাসী।



