ভোলা
ভোলায় পৃথক ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
ভোলার মনপুরা ও লালমোহন উপজেলায় পৃথক ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে মনপুরা উপজেলায় ধর্ষণ মামলার ৩ নম্বর আসামি ইদ্রিস মাঝি ও লালমোহন উপজেলার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জামালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইদ্রিস মাঝি মনুপরার উত্তর সাকুচিয়া এলাকার বাসিন্দা ও জামাল লালমোহনের চরভুতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গতকাল বুধবার(২১ জানুয়ারি) র্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রিফাত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট এলাকা থেকে ইদ্রিস মাঝিকে ও গতকাল ভোরের দিকে লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে জামালকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাতে র্যাব-৮ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি ইদ্রিস মাঝিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গতকাল ভোরের দিকে শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. জামালকে গ্রেপ্তার করা হয়।



