বরিশাল
বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন। প্রতীক প্রাপ্তির পরে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনসহ অপরাপর রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার শুরু করেছেন।
গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ২০০। এই আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনকে ধানের শীষ, একই দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানকে ফুটবল, জামায়াতের প্রার্থী কামরুল ইসলাম খানকে দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রাসেল সরদার মেহেদীকে হাতপাখা প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ২৫০। এখানে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জামায়াত ইসলামী দাঁড়িপাল্লার প্রার্থী মাস্টার আবদুল মান্নান এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মাদ নেছার উদ্দিন হাতপাখা বরাদ্দ পেয়েছেন।
বাবুগঞ্জ-মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে বিএনপির জয়নুল আবেদীনকে ধানের শীষ, জাতীয় পার্টি (জিএম কাদের) গোলাম কিবরিয়া টিপুকে লাঙ্গল, ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদকে ঈগল বরাদ্দ দেওয়া হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৬৬১।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির রাজিব আহসানকে ধানের শীষ, জামায়াতের আবদুল জব্বারকে দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরকে হাতপাখা প্রতীক দেওয়া হয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৪৫৮।
বরিশাল জেলার ৬টি আসনের সবচেয়ে বেশি গুরুত্ববহ বরিশাল-৫, যাকে মর্যাদার আসনও বলা হয়। এই আসনটি বরিশাল সিটির ৩০টি ওয়ার্ড এবং সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার। এই আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির মজিবর রহমান সরওয়ার। এ ছাড়া ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ডা. মনীষা চক্রবর্তীকে মই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৪০০। এখানে বিএনপির ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান, জামায়াতের দাঁড়িপাল্লার মাহামুদুন্নবী তালুকদার এবং ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলনের প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ নির্বাচনে ৬টি আসনে মোট ৩৬ প্রার্থী অংশ নিতে যাচ্ছেন। বুধবার (২১ জানুয়ারি) তাদের সকলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম বরিশাল সদর ও বাকেরগঞ্জ দুটি আসনে প্রার্থী হয়েছেন।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন জানান, বরিশালের সবকটি আসনে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। এ ছাড়া প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তারা সেই সম্পর্ক বজায় রেখে ও আচরণবিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। যদি কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


