লিড
সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ জন
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এক অভিযান পরিচালনা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাবের সদস্যরা। এতে কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে র্যাবের আরও তিন জন সদস্যকে জিম্মি করে রাখা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। র্যাবের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের থেকে একটি টিম অভিযানে নামে।
এ সময় তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। তাদের হামলায় এক র্যাব সদস্য গুরুতর আহত হন। এ ছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি র্যাবের ৩ জন। আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।’ জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৪ দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি এখনো সশস্ত্র পাহারায় নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।



