পাথরঘাটা
বরগুনায় বিএনপির মামলায় জামায়াতের পৌর আমিরসহ ৩ জনের জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় বিএনপির দায়ের করা মামলায় কারাগারে থাকা জামায়াত-শিবিরের তিনজন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: পনির শেখ এ আদেশ দেন। এর আগে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত থেকে শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
জামিন পাওয়া তিনজন হলেন— পাথরঘাটা পৌর জামায়াতের আমির মাওলানা মো: বজলুর রহমান, কর্মী নাসির উদ্দিন চৌধুরী ও পাথরঘাটা পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি পাথরঘাটায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছে। গত সোমবার (১২ জানুয়ারি) পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক নাসির উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে হামলা করে পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপি কর্মী নুর আলমের বিরুদ্ধে।
এর পরের দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের চৌরাস্তায় ৬ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বেপারী ও উপজেলা বিএনপির নির্বাচন কমিটির সদস্য সরোয়ার হোসেন ফারুকের সাথে একই অভিযোগে জামায়াত নেতাদের তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এর একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের চারজন আহত হয়। এ ঘটনায় উভয় দল পাথরঘাটা থানায় মামলা করেন। বাদী পক্ষের আইনজীবী মো: মনিরুল ইসলাম মনির ও গোলাম মাওলা মাসুম জানান, পাথরঘাটা থানা এজাহার মামলায় আমাদের ১৩ জন আসামি স্বেচ্ছোয় হাজির হলে তাদেরকে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছে।
এই মামলা যে মিথ্যা এবং হয়রানীমূলক তা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। উল্লেখ্য, বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি মামলায় গত ২৪ ঘণ্টায় উভয় দলের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার সকাল সাড়ে ১২টার দিকে পাথরঘাটা থানা থেকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।



