পিরোজপুর
পিরোজপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মুন্না
হাইকোর্টের নির্দেশে মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন পিরোজপুর-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আনিসুর রহমান মুন্না। মঙ্গলবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, আনিসুর রহমান মুন্না প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করলেও ৯ দিনেও বিষয়টি সমাধান না হওয়ায় হাইকোর্টে অভিযোগ করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টার আগে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।
তিনি দাবি করেন, সহকারী রিটার্নিং অফিসারের কক্ষের বাইরে অপেক্ষা করতে নির্দেশ দেয়া হয় এবং ঠিক সময়ের আগেই তিনি সেখানে উপস্থিত থাকলেও কেচি গেট বন্ধ করে দেয়া হয়। পরে ফোন করলে অফিসারের সহকারী জানান, এক মিনিট বিলম্বের কারণে তার মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব নয়। তিনি নির্ধারিত সময়ের আগেই উপস্থিত ছিলেন, যা সিসিটিভি ফুটেজে প্রমাণ করা যাবে।
আনিসুর রহমান মুন্না পিরোজপুরবাসীর উদ্দ্যেশ্যে বলেন, সবার আগে মাতৃভূমি বাংলা আমার মা, দেশ হবে জনগণের, স্বৈরাচারের না। পিরোজপুরের সাধারণ মানুষ ও সর্বস্তরের দোয়া ভালোবাসা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ এর জন্য সকলের সাহায্য নিয়ে এগিয়ে যেতে চাই, সুবিধাবাদীদের নেতা হওয়ার চেয়ে জনগণের চাকর সম্মানের বলে মনে করি, সাধারণ মানুষ আমার সকল ভুল ত্রুটি গুলো ক্ষমা করে আমাকে কাছে টেনে নেবে এই আশা ব্যক্ত করছি। আমি পিরোজপুরের সন্তান এখানে সাধারণ মানুষই আমার অভিভাবক, আমার নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে শুধুমাত্র একটি বাক্যই বলতে চাই। আমার পরিবার এবং সন্তানদের স্বার্থের আগে আমার সাধারন জনগণের স্বার্থ উদ্ধার আমার কাছে আগে থাকবে।



