বরিশাল
খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ বরিশাল
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালজুড়ে শোকের মাতন বইছে। দলের চেয়ারপার্সনের মৃত্যুর সংবাদ শুনে সকাল থেকে বরিশাল নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় অঝড়ে কাদতে দেখা যায় নেতাকর্মীদের। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও। প্রথমে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও পরে কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা। সব মিলিয়ে শোকাবহ পরিবেশ তৈরি হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার উপদেষ্টা ও বরিশাল সদর (৫) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। বেগম খালেদা জিয়ার সাথে কাটানো সময়গুলোর স্মৃতি চারণ করে কান্না জড়িত কণ্ঠে নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতি একটি শূন্যতার মুখোমুখি হয়েছে, যা আগামী দিনগুলিতে রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রভাব ফেলতে পারে। বরিশালের মানুষ এবং রাজনৈতিক নেতারা মনে করছেন, তাঁর অবদান এবং নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য একটি দিকনির্দেশনার কাজ করবে।
এ সময় নেতাকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। পরে নেতাকর্মীরা তার বিদেয়ী আত্মার মাগফিরত কামনা করে দোয়া-মোনাজাত করেন। শহরজুড়ে শোকের মধ্যে বিএনপি কর্মীরা পাশাপাশি জনগণকে সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত- ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকালে চিরবিদায় নেন তিনি। এদিন সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান চিকিৎসকরা।



